মাস্টারি বিডি । তুষার
বিনোদন ডেস্ক । ২১ নভেম্বর ২০১৮ । ০৭ অগ্রহায়ণ ১৪২৫
এবারই প্রথম নন্দিত অভিনেত্রী পপি একটি ১৩ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘ইন্দুবালা’। এই ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মঙ্গলবার দিনব্যাপী এই ওয়েব সিরিজের ডাবিংয়ের মধ্যদিয়ে ‘ইন্দুবালা’র কাজ শেষ করলেন পপি।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ওয়েব সিরিজটির গল্প, নির্মাণশৈলী দর্শকের কাছে খুব ভালো লাগবে। কারণ মামুন অনেক কষ্ট করে অনেক আন্তরিকতা নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। এটা তার জন্যও একটি নতুন চ্যালেঞ্জ।
আর এর নাম ভূমিকায় আমিও চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করতে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।

অনন্য মামুন নির্দেশিত এই ওয়েব সিরিজটি শিগগিরই ইনোভেটিভি মিডিয়ার অ্যাপ ‘সিনেস্পট’-এ প্রচার শুরু হবে। ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের শুটিং হয়েছে ঢাকা এবং কলকাতায়। এটির গল্প লিখেছেন এর নির্মাতা অনন্য মামুন। পপি ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, আঁচল, এবিএম সুমন, ইমতুসহ আরো অনেকে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম