Home / জীবনশৈলী / বিট খান ফিট থাকুন
BEETROOT+JUICE+mbd-3

বিট খান ফিট থাকুন

BEETROOT+JUICE+mbd-2

মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ০১ জানুয়ারি ২০১৯ । ১৮ পৌষ ১৪২৫

‘বিট খান ফিট থাকুন।’ অর্থাৎ শরীর ফিট বা ঠিক রাখতে চাইলে খাদ্যতালিকায় বিট রাখতে পারেন।

BEETROOT+JUICE+mbd

আপনি যদি স্বাস্থ্যসচেতন হয়ে থাকেন এবং এই শীতের মৌসুমেও সতেজ ত্বক চান, তাহলে আপনার জন্য সেরা শীতের সবজি হচ্ছে এই বিট।

BEETROOT+JUICE+mbd-4

পুষ্টিবিদগণ বলেন, বিটে রয়েছে শরীরকে ক্ষতিকর উপাদান বা বিষমুক্ত করার বিশেষ উপাদান।

বিট পছন্দ করুন বা না করুন এর পুষ্টিগুণ কিন্তু অনেক। ত্বকের সুরক্ষার জন্য নানা উপাদান আছে বিটে।

BEETROOT+JUICE+mbd-5

ত্বকের সজীবতা ধরে রাখতে নিয়মিত বিট খেতে পারেন। বিট কিন্তু নানাভাবে খাওয়া যায়। জুস ছাড়াও সালাদ ও সুপ হিসেবে, এমনকি রান্না করেও খাওয়া যায়।

bit+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 4

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন …

Leave a Reply

Your email address will not be published.