
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২১ নভেম্বর ২০১৮ । ০৭ অগ্রহায়ণ ১৪২৫
ইতালির স্বপ্নপুরীতে কেমন হল রূপকথার বিয়ে?…
সুদূর ইতালিতে বিয়ে সেরেছেন দীপিকা-রণভির। তাঁদের বিয়ের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় ভক্তরা।

তবে বিয়ের দিন বিশেষ সুবিধা হয়নি। চারপাশে জলে ঘেরা লেক কোমো থেকে অনেক দূরে দাঁড়িয়ে বিশেষ সুযোগ পাননি ফটোগ্রাফাররা।

অবশেষে বিয়ের পরের দিন দুটি ছবি প্রকাশ করেন নবদম্পতি।

এরইমধ্যে বিয়ে সেরে দেশে ফিরেছেন তাঁরা। বেঙ্গালুরু এবং মুম্বই দু’জায়গায় রিসেপশন। জমকালো অনুষ্ঠান। রাম-লীলা!

তবে বিয়ের ছবি নিয়ে আগ্রহ ছিল। ইতালির স্বপ্নপুরীতে কেমন হল রূপকথার বিয়ে? মঙ্গলবার সেইসব ছবি ট্যুইট করলেন রণবীর ও দীপিকা।

প্রথম বিয়ের দিন রণবীরের পরণে ছিল দক্ষিণী রীতি মেনে সাদা ধুতি ও কুর্তা।

আর দীপিকা পরেছিলেন লাল ও সোনালির কাঞ্জীভরম। সঙ্গে ভারি গয়না।

পরস্পরের কপালে সিঁদুর ও হলুদের টীকা লাগিয়ে দেন দু’জনে।

পরের দিন ছিল সিন্ধি স্টাইলের বিয়ে। সেদিন দু’জনেই রাজকীয় পোশাকে ছিলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম