মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৯ ডিসেম্বর ২০১৬ । ০৫ পৌষ ১৪২৩
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জার্মানির বার্লিন আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসব উদপান করেছে। অনুষ্ঠানে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত বলেছেন, জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের বীর বাঙালির আস্থার বাতিঘর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাহলে স্বাধীনতার মূল উদ্দেশ্য সাধিত হবে। বিজয়ের ৪৫ বছর পর আমরা শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন করে মুক্ত বাতাসে বিজয় উৎসব উদযাপন করছি – এর চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বহমান। সময়ের সাথে সাথে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা মানে অর্থনৈতিক মুক্তি। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ যুবাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে যতদিন দেশ থাকবে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি এ দেশ থাকবে নিরাপদ। কোনো অপশক্তি আমাদের ঘায়েল করতে পারবে না।
বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর এ আলম সিদ্দিকী রুবেলের সঞ্চালনায় সমবেত জাতীয় সংগীত-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি মিজান খান, সিনিয়র নেতা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা আবুল হাসেম, জার্মান ছাত্রলীগের সভাপতি দেওয়ান আরেফিন টিপু, সাধারণ সম্পাদক আশফাক নিশাত বাপ্পি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আউয়াল খাঁন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন রানা ভূইয়াঁ, আবু সাইয়ীদ হিল বাপিসহ অনেকে।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র, প্রামাণ্য চিত্র ও শিল্পী ওমর ফারুক-এর সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম