Home / ফটো গ্যালারি / গ্রীষ্মে আরামদায়ক পোশাক নির্বাচন
summer+dress+mbd-7

গ্রীষ্মে আরামদায়ক পোশাক নির্বাচন

summer+dress+mbd-5

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪

গ্রীষ্মে থাকে ভ্যাঁপসা গরম, উটকো গুমোট আর বিশ্রী ঘাম। কাজেই এসময় পোশাক নির্বাচনে আপনাকে হতে হবে খুবই সচেতন। সেটি রং, সুতা, কাটিং সব ব্যাপারেই চাই সচেতনতা।

summer+dress+mbd-10গ্রীষ্মের মানানসই রঙ ও বাহারি আয়োজন নিয়ে সেজেছে দেশের পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান ‘লা রিভ’র সকল আউটলেট ও www.lerevecraze.com অনলাইন স্টোর। যেকোনো উৎসব-আয়োজনে কিংবা ঘরে ও কর্মক্ষেত্রে এসব পোশাক ও অনুষঙ্গ আরামদায়ক এবং মানানসই ও স্বাস্থ্যকর।

কর্মজীবী নারীদের জন্য কর্মক্ষেত্র ও অফিস শেষে অনুষ্ঠান কিংবা আয়োজনে অংশ নিতে মানানসই পোশাকের মাঝে উল্লেখযোগ্য- টিউনিক, শার্ট, লং কামিজ, ব্লেজার ও ফরমাল ট্রাউজার, কিউলটস ও পালাজ্জো ইত্যাদি। মনোমুগ্ধকর সিলহোটি ও বাহারি নকশাখচিত ভিন্ন ভিন্ন ঘরানার হাতার এসব পোশাক কাজের দিনগুলিতে বাড়তি সৌন্দর্যের পাশাপাশি যেকোনো উৎসবে অংশগ্রহণে এনে দেবে বাড়তি আমেজ ও ভালো লাগা।

summer+dress+mbd-14

নারীদের ক্যাজুয়াল কালেকশনে রয়েছে টিউনিক, শ্র্যাগ, শার্ট ও টপ ইত্যাদি। গ্রীষ্মের নান্দনিকতা ফুটিয়ে তুলতে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে উজ্জ্বল হলুদ, সজীব কমলা, মিষ্টি গোলাপি, উষ্ণ গেরুয়া, গাড় বেগুনি, ছাই ধূসরসহ অন্যান্য। আভিজাত্য এনে দিতে এসব পোশাকে হাতায় বৈচিত্র্যের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ফ্লাওয়েন্স, লেয়ার্ড ট্রাম্পেটস, বিলো অ্যান্ড কোল্ড শোল্ডার ইত্যাদি নেকলাইন এবং রাফলসমৃদ্ধ ৩/৪ টাই কাফ প্যাটার্ন ইত্যাদি আধুনিক অনুষঙ্গ।

summer+dress+mbd-15

নারীদের এথনিক কালেকশনে শাড়ির বিশাল সংগ্রহের সঙ্গে আরও রয়েছে কামিজ, সালোয়ার-কামিজ ও অন্যান্য সাজপোশাক। ফ্লক, পাফ, রাবার ও ডিজিটাল প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি ও হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে থ্রিডি এম্বেলিশমেন্ট করা নজরকারা এসব পোশাক যেকোনো উৎসব-আয়োজনে কিংবা ঘরে ও বাইরে পরার জন্য মানানসই ও সময়োপযোগী। পাশাপাশি, এই আয়োজনে আরো থাকছে- পালাজ্জো, হারেম ও বেল্টেড কিউলটস, ডেনিম ট্রাউজার, লেগিং, ভিস্কোস ট্রাউজার ও অন্যান্য অনুষঙ্গ।

summer+dress+mbd-12

কেবল ভ্রমণপিয়াসু নয়, ঘরে-বাইরে যেকোনো কিছুতেই মানানসই ক্যাজুয়াল আয়োজনে প্রাধান্য দেয়া হয়েছে ডিজিটালি প্রিন্টেড ক্যারিবিয়ান সামার শার্ট, গ্রাফিক প্রিন্ট শার্ট উইথ মেচিং শর্ট, ক্যাজুয়াল ট্রাউজার অ্যান্ড ডেনিম।

স্বতঃস্ফূর্ত ও উদ্যমী মনোভাব জাগিয়ে তুলতে বিশেষভাবে নকশাকৃত লা রিভ অ্যাথলেইজার কালেকশনে থাকছে ফিটেড শার্ট, পোলো ও টি-শার্ট।

summer+dress+mbd-9

গরমে সাদা পোশাকে মিলে স্বস্তি ও আরাম। শুভ্র সাদা পোশাক যেমন আভিজাত্যের প্রতীক, তেমনি গরমে মিলে স্বস্তি ও আরাম। যদিও এবারে গ্রীষ্মকাল শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি দিয়ে। চলছেও একইভাবে। কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি, প্রবল বৃষ্টিপাত, বজ্রপাত- সবমিলে গরমকে হটিয়েছে বেশ। তার পরও গ্রীষ্ম তো গ্রীষ্মই। তাকে তো আর এড়ানো যায় না।

প্রকৃতিতে ধীরে ধীরে বাড়বে গ্রীষ্মের তাপদাহ। গরমে অতিষ্ঠ হবে জনজীবন। প্রকৃতি ফুলে-ফলে সেজে উঠলেও নাগরিক জীবনে গরমের কাঁটা কিন্তু বিঁধবেই।

summer+dress+mbd-4
তাই এ সময় পোশাক পছন্দের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। পোশাক ও পোশাকের রঙ এমন হতে হবে যেটা গায়ে জড়ালে আপনি আরাম বোধ করবেন।
কালো বা অন্য গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে শরীরকে গরম করে তোলে। কিন্তু সাদা রং সূর্যের তাপ শোষণ করে না। সাদা রং শুধু তাপ শোষণই পরিহার করে না, চোখেও এনে দেয় অন্যরকম প্রশান্তি।
তাই গরমে সাদা পোশাকের জুড়ি মেলা ভার। সাদা একরঙা বা সাদা প্রিন্টের কাপড় পছন্দ করতে পারেন। আরামদায়কও হবে, ফ্যাশনেও আসবে বৈচিত্র্য।

summer+dress+mbd-6
অবশ্য সাদা রং পছন্দ করলেও দ্রুত ময়লা হয়ে যায় বলে অনেকে পরতে চান না বা আগ্রহ হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনি আপনার পোশাকটা হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন কাপড় ভালো থাকবে, আবার ময়লা হলেও লালচে হবে না। তাই প্রতিদিনের পোশাক প্রতিদিন ধুয়ে ফেলুন।
গরমে ছেলেরা পরতে পারেন টি-শার্ট, হাফ শার্ট। একটু ঢিলেঢালা পোশাক আপনাকে এই গরমে একটু হলেও আরাম দেবে। চাইলে আপনি সাদা রঙের টি-শার্ট পরে বিভিন্ন অনুষ্ঠানেও যেতে পারেন।
এ ক্ষেত্রে খুব গাঢ় রং নির্বাচন না করাই ভালো। চোখের প্রশান্তির জন্য হালকা রং ভালো। এ ক্ষেত্রে সাদা হতে পারে আদর্শ রং।

summer+dress+mbd-2
বাচ্চাদের জন্যও সাদা রং বেশ মানানসই। তাই বাচ্চাদের জন্যও নিতে পারেন সাদা রঙের পোশাক।

গরমে সাদা দিবে স্বস্তি । সাদার স্নিগ্ধতার আবেশে নিজেকে জড়িয়ে রাখতে গ্রীষ্মের তাপদাহে চাই আরামদায়ক স্নিগ্ধতার পোশাক। তাই সাদাকালো ফ্যাশন হাউজ গ্রীষ্মকালীন আয়োজনে এনেছে সাদা সব পোশাক।

সাদা পোশাকগুলোতে ব্লক, স্ক্রিন, এম্ব্রয়ডারি আর কারচুপি করা হয়েছে। শাড়ি, কামিজ, টপস, পায়জামা, পাঞ্জাবির পাশাপাশি এই আয়োজনে রয়েছে যুগল পোশাক এবং বড়দের সঙ্গে ছোটদের একই রকম পোশাক।

summer+dress+mbd-8

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রীষ্মের জন্য তৈরি পোশাকগুলো সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে তাদের সব শোরুমে।

এছাড়া অনলাইনে কেনার জন্য ভিজিট করা যাবে www.sadakalo.net ও ফেসবুক
পেজে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

dfgf-20241212185838

শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ মাসস এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা …

Leave a Reply

Your email address will not be published.