খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা
Mastary Sangbad
নভেম্বর ৩০, ২০২৫
অপরাধ, আইন-আদালত, জাতীয়, পুলিশ ও আইন শৃংখলা, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, মানবাধিকার
86 Views
ঢাকা, রবিবার ৩০ নভেম্বর ২০২৫ মাসস
খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
নিহতদের নাম, ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আর অন্যজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২৫-১১-৩০