ঢাকা, শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ মাসস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সবাই খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন; যেন তিনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের সেবা করতে পারেন।’
শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান মির্জা ফখরুল।
৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম