Home / জাতীয় / এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
28 25 11

এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন

ঢাকা, শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫মাসস

২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর কার্যক্রমের ওপর উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ-এর প্রগ্রেস রিভিউ মিশন সম্পন্ন হয়েছে।
কেএফডব্লিউ পোর্টফোলিও ম্যানেজার জোহান্স হ্যাংগস্ট এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন টেকনিক্যাল এক্সপার্ট পিটার রুনি, পোর্টফোলিও কো-অর্ডিনেটরি আরবান ডেভেলপমেন্ট এসকে তৌহিদুর রহমান। মিশন টিম গত ২২-২৪ নভেম্বর সাতক্ষীরা জেলায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। ২৫ নভেম্বর প্রগ্রেস রিভিউ মিশন এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম এর সঙ্গে ক্রিম-ক্রিলিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও রিভিউ মিশন ২৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইকোনমিক রিলেশন্স ডিভিশন (ইআরডি) ও জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এর সঙ্গে ক্রিলিকের কার্যক্রম ও আগামী সম্ভাবনা সম্পর্কীয় আলোচনা করেন।
২৭ নভেম্বর রিভিউ মিশন এলজিইডির কর্মকর্তা ও পরামর্শকবৃন্দের সঙ্গে ক্রিলিকের অগ্রগতি, করণীয় ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে কেএফডব্লিউ এর রিভিউ মিশন সম্পন্ন হয়। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ক্রিলিক ডিরেক্টর মোঃ শাহানুর উপস্থিত ছিলেন। রিভিউ মিশনে এলজিইডির পক্ষে প্রতিনিধিত্ব করেন ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা ও সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 25 111

১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

ঢাকা, বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ মাসস দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী …