উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া
Mastary Sangbad
নভেম্বর ২৯, ২০২৫
জাতীয়, প্রচ্ছদ, প্রধানমন্ত্রী, ব্যানার, ব্রেকিং নিউজ, রাজনীতি
66 Views
ঢাকা, শনিবার ২৯ নভেম্বর ২০২৫ মাসস
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করা হয়েছে এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন থাকছে না।সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও উত্থাপিত হয়। তবে উপদেষ্টা পরিষদ এটিকে আরো বিস্তারিত ও সংশোধিত আকারে পরবর্তী সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে।
এছাড়া প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে জানান যে, সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক থাকা বাকি ২৪ জন অচিরেই মুক্তি পাবেন এবং দুই-তিন দিনের মধ্যেই দেশে ফিরবেন।
২০২৫-১১-২৯