Home / আন্তর্জাতিক / রাখাইনে তীব্র সংঘর্ষ, গুলিতে টেকনাফে শিশুসহ আহত দুই
12 26 4 4

রাখাইনে তীব্র সংঘর্ষ, গুলিতে টেকনাফে শিশুসহ আহত দুই

ঢাকা, সোমবার ১২ জানুয়ারি ২০২৬ মাসস
মিয়ানমারের রাখাইনে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছেন তারা।

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে একটি শিশুসহ দুইজন আহত হয়েছে।

টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মুস্তফা দাবি করেন, সকাল ১১টা থেকেই মিয়ানমারের ওপারে যুদ্ধ পরিস্থিতি রয়েছে।

মুহূর্মুহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা।তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের অবস্থা সকাল থেকেই যুদ্ধের মতো। আমরা বাসায় পর্যন্ত থাকতে পারছি না। বড় বড় অস্ত্র ও গুলি ছুড়ছে।
’হোয়াইক্যং ইউনিয়নের লাম্বা তেরছি ব্রিজের কাছে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে নিহত শিশুসহ তিনজন আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।তবে প্রথমে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানিয়েছেন, দুপুর দেড়টার কিছু পরে শিশুটিকে যখন কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হচ্ছিলো তখনও সে জীবিত ছিল।অলক বিশ্বাস বলেন, “শিশুটিসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে।”মিয়ানমারে এখন সামরিক জান্তার আয়োজনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।

এর মধ্যেই রাখাইনে গত তিনদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে বলে জানা গেছে। রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। সেইসঙ্গে রাখাইনের তিনটি রোহিঙ্গা গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির সংঘর্ষ ঘটেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 26 33

আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না : তারেক রহমান

ঢাকা, শনিবার ১০ জানুয়ারি ২০২৬ মাসস বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে …