ঢাকা, রবিবার ০৪ জানুয়ারি ২০২৬ মাসস
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ।
ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন মোহাম্মদ সাইফ হাসান।
দলে জায়গা হয়নি মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের।
১৫ সদস্যের বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো. সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম