Home / প্রকৃতি / রঙিন রোদে রঙিন ফুলের রূপ
flower+rose+mbd-2

রঙিন রোদে রঙিন ফুলের রূপ

flower+mbd-9

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ২৮ জানুয়ারি ২০১৯ । ১৫ মাঘ ১৪২৫

রোদ ঝলমলে শীতসকালে রঙিন ফুলগুলোর রূপ আরো বহু গুণ যায় বেড়ে। বাংলাদেশে শীতের সময় নানান রঙের বাহারি ফুল ফোটে।

flower+mbd-4

অনেক ফুল সারাবছর ফুটলেও শীতের সময় সকালের রোদে যেন তাদের সৌন্দর্য নতুন মাত্রায় প্রকাশ পায়।

flower+verbena+mbd-2

বাংলাদেশে শীতের সময় নানা রঙের ফুল ফোটে। যদিও গোলাপ ফোটে সারা বছরই।

flower+verbena+mbd

তার উপর শীতের রাঙা রোদের ঝলক ছড়িয়ে পড়তেই এই রঙিন আভা চারদিকে ছড়িয়ে পড়ে।

flower+rose+mbd

এ সময় ফুলের রানী গোলাপকে যেন আরো প্রাচুর্যময়ী আরো মোহময়ী মনে হয়। দারুণ রঙের গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, জারবেরা, ভারবেনা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, কারনেশন, সিলভিয়া প্রভৃতি ফুলে আনন্দিত হয়ে ওঠে প্রকৃতি।

flower+mbd-8

সকালের বাগানে নানা রঙের ফুলের ওপর নরম রোদ পড়ে একটি মনোরম পরিবেশের সৃস্টি হয়।

flower+mbd-7

মাঘের শেষ প্রান্তে ফাগুনে আমেজের বাতাস বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটতে শুরু করেছে শিমুল, পলাশ রঙিন ফুল।

flower+jerbera+mbd-2

আর এই বিপুল লালে রঙিন হয়ে উঠেছে চারদিক।

flower+mbd-6

আনন্দের ব্যাপার হচ্ছে- দেশে ক্রমেই মানুষের মধ্যে ফুলের প্রতি আকর্ষণ বাড়ছে।

flower+mbd-5

নানান অনুষ্ঠান, উৎসব, আয়োজন এবং সামাজিক ও পারিবারিক দিবস ও অনুসঙ্গে ফুলের ব্যবহার বাড়ছে।

flower+mbd-3

সে কারণে ফুলের ব্যবসা, নার্সারি ও বাগান করার দিকেও ঝুঁকছে মানুষ।

flower+mbd-2

ফলে শীতের শুষ্ক প্রকৃতির মাঝেও বাহারি রঙের ফুল স্বস্তি ও আনন্দ এনে দেয় মানুষের মনে।

flower+garden+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 3

প্রবল তুষারপাতের কারণে বন্ধ এভারেস্ট, দুর্ঘটনায় উদ্ধারকারী হেলিকপ্টার

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস অস্বাভাবিক তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা দিক …

Leave a Reply

Your email address will not be published.