
মাস্টারি বিডি । শারমিন সোমা
ফিচার । ঢাকা । ১৫ এপ্রিল ২০১৯ । ০২ বৈশাখ ১৪২৬
পাখি তামাপিঠ লাটোরা। ইংরেজিতে যাকে বলে bay-backed shrike.। বৈজ্ঞানিক নাম Lanius vittatus.। এ পাখি দক্ষিণ এশিয়ায় দেখা যায়। এটি একটি পরিযায়ী পাখি।

তামাপিঠ লাটোরা পাখির দেহের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার, ওজন ২০ গ্রাম। প্রাপ্তবয়ষ্ক পাখির পিঠ কালো, সাদা ও মেরুন রঙে বৈচিত্র্যময়।

দেহের নিচের দিক সাদা। কালো লেজের আগা ও পাশ সাদা। মাথার চাঁদি ও ঘাড়ের পেছনের অংশ ফিকে ধূসর। কাঁধের পালক গাঢ় মেরুন। কোমর ও গলার পালক সাদাটে। মেয়ে পাখির মাথার চাঁদিও কালো ফিতা সরু। চোখ বাদামি, ঠোঁট কালচে বাদামি।

দক্ষিণ এশিয়ার বেশকটি দেশে এই পাখিটি দেখা যায়। ভারত, নেপাল, ভুটান, ইরান, তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশে এ প্রজাতির পাখি দেখা যায়। তবে নিয়মিত বাংলাদেশে আসে না।

বাহারি রঙের পালকে সজ্জিত এক সুন্দর পাখি তামাপিঠ লাটোরা।
আবাদি জমির কাছে গাছের ডালে বা বাঁশের খুঁটির ওপর বসে পাখিটি মাটির দিকে নজর রাখে পোকামাকড় ধরার জন্য।

স্বজাতের অন্য প্রজাতির বিচরণ এলাকায় যায় না। নিজের বিচরণ এলাকায় স্বপ্রজাতির পাখি এলে উচ্চ স্বরে ডেকে তাড়িয়ে দেয়। এ পাখি স্থির হয়ে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকে।

তবে শিকার চোখে পড়লে দ্রুত উড়ে গিয়ে ধরে। কোনো বিপদের আঁচ পেলে উড়ে গিয়ে নিরাপদ জায়গায় বা গাছের উঁচু ডালে বসে।

শীতের সময় একই স্থানে দিনের পর দিন বিচরণ করে শিকার করে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম