
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
চলচ্চিত্র প্রতিবেদন । ২৮ জানুয়ারি ২০১৯ । ১৫ মাঘ ১৪২৫
চিত্রনায়িকা ববি নতুন চমক নিয়ে হাজির হয়েছেন। তিনি প্রথমবারের মতো একটি নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন। নতুন ইউটিউব চ্যানেলটির নাম ‘ববস্টার ফিল্মস’।

এই চ্যানেলে ববি অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও এবং অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দা সিনসহ ছায়াছবির বিভিন্ন প্রচারণামূলক ভিডিও ও অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান ববি।

এদিকে ববি ‘বিজলী’ ছবির মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ‘রক্তমুখী নীলা’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে তিনি । ছবিটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জি। এতে ববির বিপরীতে অভিনয় করবেন সব্যসাচী মিশরা।

প্রসঙ্গত, ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ : দ্য সার্চ’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।
এরপর তার ‘দেহরক্ষী’, ‘ফুল এ্যান্ড ফাইনাল’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘রাজত্ব’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’ ও ‘স্বপ্নছোঁয়া’সহ আরও কিছু ছবি মুক্তি পায়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম