Home / উদ্যোগ / নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

মাস্টারি বিডি ডটকম ।
নীলফামারী । ০৮ মার্চ ২০১৮ । ২৪ ফাল্গুন ১৪২৪

নীলফামারী জেলায় ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের পথে। তিন দিনের এ সম্মেলন আগামী ৯ থেকে ১১ মার্চ নীলফামারী সরকাররি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতি হবে। সম্মেলন স্থলের অবশিষ্ট সাজ সজ্জার কাজ চলছে জোরেসোরে।

ওই দিন বিকেল (৯ মার্চ) সাড়ে ৪ টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। খবর বাসস-এর।

সম্মেলন ঘিরে শহর সাজাতে দেওয়াল চিত্রাঙ্কনের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন দেওয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবির পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধ, বাহান্নর ভাষা আন্দোলন, গ্রাম বাংলার ঐতিহ্যসহ বিভিন্ন পশুপাখির ছবি। এসব ছবি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদের নেতৃত্বে চারুকলা বিভাগের ১৫জন শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮জন ক্ষুদে শিল্পী। শহর গ্রামগঞ্জে মাইক বাজিয়ে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা।

robindra+sangeet+nil+mbd

বুধবার বেলা ১২ টার দিকে সম্মেলন স্থলে গিয়ে দেখা গেছে, সাজসজ্জার কাজে ব্যস্তসময় পার করছেন কারিগর ও একাজের দায়িত্বপ্রাপ্তরা। প্রতিদিনই জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কার্যালয়ে চলছে কাজের অগ্রগতি পর্যালোনা সভা। এসব কাজের তদারকি করছেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। সজ্জা কমিটির আহবায়ক খায়রুজ্জামানের নেতৃত্বে মাঠ সাজানোর কাজে রয়েছেন উত্তম কুমার তরফদার ও অনিন্দম ধর।

এব্যাপারে উত্তম কুমার তরফদার বলেন, ‘আমাদের মাঠ সজ্জার কাজ ৮০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। ৮ মার্চ বিকেলের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরী বলেন, আগামী ৯মার্চ থেকে তিনদিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জেলা প্রশাসক মো. খালেদ রহীম ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন আমাদের প্রস্তুতির বিষয়ে সার্বক্ষণিক খোজ খবর রাখছেন।

তিনি বলেন, জাতীয় ওই সম্মেলনে দেশের ৮৪ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আট শতাধিক প্রতিনিধি যোগ দেবেন। প্রায় ১০ হাজার মানুষের ধারণ ক্ষমতার প্যাণ্ডেল তৈরি হচ্ছে। ওই সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও, গুণীজন সম্মাননা, সেমিনার, নজরুল সঙ্গীত, নৃত্য, নাটক ও সৃজনশীল বাংলা গান পরিবেশিত হবে। প্রতিদিন এ অঞ্চলের ভাওয়াইয়া গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 4

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন …

Leave a Reply

Your email address will not be published.