Home / উদ্যোগ / দেবহাটার রূপসী ম্যানগ্রোভ নতুন রূপে সেজে উঠছে…
rupshi+mangrove+debhata+mbd-9

দেবহাটার রূপসী ম্যানগ্রোভ নতুন রূপে সেজে উঠছে…

rupshi+mangrove+debhata+mbd-4

মাস্টারি বিডি ডটকম ।
সাতক্ষীরা । ০৮ মার্চ ২০১৮ । ২৪ ফাল্গুন ১৪২৪

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্ঠপোষকতায় হতে চলেছে অন্যতম একটি বিনোদন কেন্দ্র। গত কিছুদিন আগে থেকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের নির্দেশনায় এ বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে মানুষের চিত্তবিনোদনের জন্য গড়ে তুলতে ট্রেইল নির্মাণ ও দিঘিতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মাণ, গাড়ি গ্যারেজ, উপজেলা সদর থেকে রূপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচ ঢালা রাস্তা নির্মাণসহ বিভিন্ন কাজ শুরু করা হয়েছে।

rupshi+mangrove+debhata+mbd-2

ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেঁষে দেবহাটা উপজেলার শিবনগর গ্রামে গত ৪/৫ বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রূপসী ম্যানগ্রোভ” বিনোদন কেন্দ্র। তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ ফরেস্ট” উদ্বোধন করেন। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপন করা হয়, খনন করা হয় একটি দিঘি, তৈরি করা হয় একটি রেস্ট হাউজ।

rupshi+mangrove+debhata+mbd-7

সে সময় থেকে এখানে দূর-দূরান্তের সৌন্দর্য পিয়াসী মানুষ আসেন কিছুটা শান্তির পরশ নিতে। গত ২ বছর আগে এখানে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। তিনি জায়গাটিতে এসে মুগ্ধ হন এবং উন্নয়নের সবধরনের আশ্বাস দেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১নং খতিয়ানের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

rupshi+mangrove+debhata+mbd-5

এ পর্যটন কেন্দ্রে রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও নানা ফলদ বৃক্ষ। দূরদূরান্ত থেকে দেশী ও বিদেশী পর্যটকরা এসে বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সৌন্দর্য এবং রুপসী দেবহাটা ম্যানগ্রোভ বনের অপরূপ সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন।

rupshi+mangrove+debhata+mbd-6

তিনি আরও জানান, বর্তমানে পিকনিকের উদ্দেশ্যে মানুষের সমাগম বাড়ছে। পর্যটন কেন্দ্রটির পুকুরে পর্যটকদের জন্য একটি প্যাডেল নৌকা নামানো হয়েছে- যা পর্যটন কেন্দ্রটির সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে এবং পর্যটকরা বেশ আগ্রহের সাথে উপভোগ করছেন। ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করা হলে সরকারি রাজস্ব আরো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেবহাটা উপজেলা তথা সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 8 25 8

পাস করেও কলেজে ভর্তির আবেদনের বাইরে লক্ষাধিক শিক্ষার্থী

ঢাকা, বুধবার ২০ আগস্ট ২০২৫ মাসস চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন …

Leave a Reply

Your email address will not be published.