Home / জাতীয় / আকাশ বীণায় উড়বে প্রাণের পতাকা
bina+bangladesh+air+mbd

আকাশ বীণায় উড়বে প্রাণের পতাকা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১৯ আগস্ট ২০১৮ । ০৪ ভাদ্র ১৪২৫

দেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হলো অারেকটি উড়োজাহাজ অাকাশবীণা। উড়োজাহাজটি দেশের মাটিতে পা রাখতেই ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে তাকে বরণ করা হয়।

আজ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে উড়োজাহাজটি। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দুটি গাড়িতে করে অানা পানি ছিটিয়ে বরণ করে নেয় উড়োজাহাজটিকে।

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রথম উড়োজাহাজ অাকাশ বীণা। এ নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

bina+bangladesh+air+mbd-2

উড়োজাহাজটি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়ায় উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫-তে।

উড়োজাহাজটি রানওয়েতে থামার পর সেটি থেকে নেমে অাসেন বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

১ সেপ্টেম্বর এ উড়োজাহাজটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 4

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন …

Leave a Reply

Your email address will not be published.