Home / সাহিত্য / আলোচনা / কবিশ্রেষ্ঠ শামসুর রাহমান স্মরণ
shamsur+rahman+mbd

কবিশ্রেষ্ঠ শামসুর রাহমান স্মরণ

মাস্টারি বিডি
বিনোদন । ১৭ আগস্ট ২০১৮ । ০২ ভাদ্র ১৪২৫

আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি, লেখক ও সাংবাদিক শামসুর রাহমানের ১২তম প্রয়াণ দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৭ আগস্ট) সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বনানী কবরস্থানে কবির সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় জাতীয় কবিতা পরিষদ এবং কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে উভয় সংগঠনের নেতৃবন্দ যৌথভাবে বনানী কবরস্থানে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

shamsur+rahman+mbd-২
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, উভয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যকার আবৃত্তি শিল্পী ও অভিনেতা শাহাদাত হোসেন নিপু, কবি হানিফ খান, ইউসুফ রেজা প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের পর কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নেতৃবৃন্দ কবির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সকাল দশটায়। এতে অংশ নেন জোটের সভাপিতমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারা বেগম কবরী, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কেন্দ্রীয় নেতা এম এ কাদের খান, অভিনেতা হাবীবুল্লাহ রিপন, অভিনেত্রী শম্পা রহমান, পারুল আখতার লোপা ও শাহ আলম প্রমুখ ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11257

শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা

ঢাকা, বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ মাসস ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নে বারবার …

Leave a Reply

Your email address will not be published.