ঢাকা, মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ মাসস
সৌদি আরব তাদের উচ্চাকাঙ্ক্ষী নিমো প্রকল্পের অংশ হিসেবে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির পরিকল্পনা উন্মোচন করেছে। ২০৩৪ বিশ্বকাপকে সামনে রেখে নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটি।
স্টেডিয়ামের মূল বৈশিষ্ট্য ও গুরুত্বএই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে নিমো স্কাই স্টেডিয়াম। এটি নিমোর ভবিষ্যত শহর ‘দ্য লাইন’-এর মধ্যে মরুভূমির মাটি থেকে বিস্ময়কর ১১৫০ ফুট উপরে স্থগিত অবস্থায় থাকবে।
এই প্রকল্পটি ১ বিলিয়ন ডলারের। এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে উদ্ভাবন, বিনোদন ও টেকসই উন্নয়নের প্রতীক। ধারণক্ষমতা৪৬,০০০ আসন।
নির্মাণে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা হবে। ব্যবহারএটি ২০৩৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো আয়োজন করবে এবং দর্শকদের জন্য এক অতুলনীয় আকাশ-দৃশ্য সহ খেলার অভিজ্ঞতা দেবে।
বিশ্বকাপ শেষে এটি সারা বছর ধরে খেলাধুলা, কনসার্ট ও বৈশ্বিক অনুষ্ঠানের জন্য একটি বহুমুখী কেন্দ্র হিসেবে কাজ করবে। সময়রেখানির্মাণ ও প্রকৌশল পর্যায় ২০২৬ থেকে ২০৩২ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম