Home / ফটো গ্যালারি / ভারত রূপে মার্কিন সুর….
priyanka+nick+mbd-ok-4

ভারত রূপে মার্কিন সুর….

priyanka+nick+mbd-ok-7

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৯ আগস্ট ২০১৮ । ০৪ ভাদ্র ১৪২৫

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের অনুষ্ঠান শুরু হলো পান চিনি উৎসবের মধ্য দিয়ে। বর হচ্ছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস।

priyanka+nick+mbd-ok

বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানকে ভারতে বলা হয় রোকা।

priyanka+nick+mbd-ok-6

রোকা অনুষ্ঠানে প্রিয়াঙ্কা হলুদ রঙের সালোয়ার কামিজ স্যুট পরেছিলেন। আর নিককে দেখা গেছে সাদা রঙের কুর্তা-পাজামায়। নিকের বাবা-মাকেও এ অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। অফিশিয়ালি ‘এনপি’ লোগোর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন প্রিয়াঙ্কা-নিক দুজনে।

‘রোকা’ অনুষ্ঠানের পর নিকের বুকে হাত রেখে মুখোমুখি অবস্থায় ঘনিষ্ঠ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

priyanka+nick+mbd-ok-9

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সে আমার হৃদয় এবং আত্মাসহ সব নিয়ে নিল।’

১৮ জুলাই, লন্ডনে প্রিয়াঙ্কাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মার্কিন পপ তারকা নিক জোনাস। তার আগের দিন নিউইয়র্কের বিখ্যাত গয়না প্রস্তুতকারী টিফ্যানি’জের থেকে এনগেজমেন্ট রিং কিনেছিলেন নিক।

priyanka+nick+mbd-ok-8

পরবর্তীতে প্রিয়াঙ্কা যখন ভারত ফিরে আসেন, তখন দিল্লি বিমানবন্দরে হাত থেকে খুলে সেই রিং লুকোতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এর কিছুদিন পর মনীশ মালহোত্রার হাউজ পার্টিতে সেই রিং আবার দেখা গেল প্রিয়াঙ্কার আঙুলে। চার ক্যারটের হিরে বসানো যে আংটিটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

প্রিয়াঙ্কা-নিকের বাগদান অনুষ্ঠানটি ভারতীয় রীতি অনুযায়ীই হবে বলে জানা গেছে।

priyanka+nick+mbd-5

একটি সূত্রে জানা গেছে, বাগদান অনুষ্ঠানের জন্য এরই মধ্যে মুম্বাই শহরের একটি পাঁচতারা হোটেলে ২০০ জন অতিথির জন্য আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শুরুর আগে নিকের দুই ভাই কেভিন এবং জো তাদের স্বজনদের নিয়ে মুম্বাই পৌঁছবেন। অন্যদিকে বাগদান অনুষ্ঠানে রণবীর সিং, পরিণীতি চোপড়া, মনীষ মালহোত্রাসহ আরও কয়েকজন বলিউড তারকা উপস্থিত থাকবেন বলে জানা গছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 4

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন …

Leave a Reply

Your email address will not be published.