
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ১৭ জানুয়ারি ২০১৯ । ০৪ মাঘ ১৪২৫
“কোথায় ডাকে দোয়েল-শ্যামা
ফিঙে নাচে গাছে গাছে?
কোথায় জলে মরাল চলে,
মরালী তার পাছে পাছে?”
ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলার রূপ নিয়ে লিখতে গিয়ে ফিঙ্গের নাচকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

ফিঙ্গে পাখি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ। এ পাখি আমাদের দেশের সবচেয়ে পরিচিত পাখিদের মধ্যে একটি।

মজার ব্যাপার হচ্ছে, এরা সন্ধ্যার অন্ধকারে বা রাস্তার ল্যাম্পপোস্টের আলোতেও লাফালাফি নাচানাচি করে থাকে। একদম ভয়ডর নেই!

ফিঙ্গের ইংরেজি নাম King Crow বা Black Drongo.। এটিকে বলা হয়ে থাকে কৃষিবান্ধব গায়ক পাখি। বাংলাদেশের গ্রাম শহর সর্বত্র পাখিটি দেখা যায়। আকারে মাঝারি, উজ্জ্বল কালো রঙ, লম্বা ডানা, সামান্য বাঁকা ঠোঁট, দীর্ঘ লেজ যা দেখতে অনেকটা মাছের লেজের মত।

অনেক সময় এই পাখি নিজের থেকে আকারে বড় পাখিকে তাড়া করে এবং নিরীহ পাখিদের রক্ষা করে অন্যান্য শিকারী পাখিদের হাত থেকে। এটি প্রধানত পতঙ্গভুক।

পৃথিবীতে প্রায় ২৪ প্রজাতির ফিঙে আছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এই পাখির প্রাধান্য লক্ষনীয়। তবে বাংলাদেশে ৬ প্রজাতির ফিঙে পাখি পাওয়া যায়।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম