মাস্টারি বিডি | শিমুল আহসান
বিনোদন | ঢাকা | ২৭ জুলাই ২০১৯ | ১২ শ্রাবণ ১৪২৬
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নির্বাচনে সভাপতি পদে ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারা রাত ভোট গণনা শেষে শনিবার সকালে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
এবারের নির্বাচনে সহ-সভাপতির দুই পদে জয় পেয়েছেন বাদল আহমেদ ও সৈকত সালাউদ্দিন। সহ-সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন রিমন মাহফুজ, অর্থ সম্পাদক পদে মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে শফিকুল আলম মিলন, ক্রীড়া সম্পাদক পদে মুজাহিদ সামিউল্লাহ, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শ্রাবণী হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু সুফিয়ান রতন ও দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন নিপু বড়ুয়া।
কার্য-নির্বাহী সদস্য পদে লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অনজন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নেন। সর্বমোট ৫৩৯ জন সদস্য আগামী দুই বছরের জন্য উল্লেখিত প্রার্থীদের নির্বাচিত করেছেন।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পাঁচজন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আলিমুজ্জামান হারু। এছাড়া ছিলেন এরফানুল হক নাহিদ, মাহবুবুর রহমান আলমগীর, কানাই চক্রবর্তী এবং আবুল হোসেন মজুমদার।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে নতুন নামকরন করা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ সংক্ষেপে ‘বাচসাস’।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম