Home / ছবি-সংবাদ / সবুজ শস্যল বাংলার রূপ
bd+nature+jbu+mbd-7

সবুজ শস্যল বাংলার রূপ

nature+mbd-3

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
ছবি-সংবাদ | ঢাকা | ২২ জুলাই ২০১৯ | ০৭ শ্রাবণ ১৪২৬

বাংলার নদী বাংলার জল বাংলার সবুজ শ্যামল ভূমি… বাংলার ফল ফলাদি শস্যল ভূমি উর্বর পলল মাটি…

bd+nature+mbd-14

বাংলার রূপ ঐশ্বর্য বাংলার আকাশ বাংলার বাতাস ষড়ঋতুর বৈচিত্র্যে ভরা স্বদেশ ভূমি বাংলাদেশ।

bd+nature+mbd-26

এখানে পাখি ডাকে আনন্দে দিনভর- ফড়িং ওড়ে প্রজাপতি পাখামেলে ফুলপরি ফুলেদের সাথে হেসেখেলে চলে…।

bd+nature+mbd

নদী বয়… বিলে ঝিলে হাওড় বাওড়ে মাছেদের খেলা…

bd+nature+mbd-23

বাংলা মায়ের গর্বিত সন্তান এই হাজার বছরের বাঙালি জাতি গৌরবে চির ভাস্বর।

bd+nature+mbd-12

আবহমান বাংলা আমার অসাম্প্রদায়িক চেতনার বাঙালি জাতি একতার বলে বলিয়ান।

bd+nature+mbd-4

একতারা বাজিয়ে গান গায় শিল্পী বাউল। এই তো আমার সোনার বাংলাদেশ… রূপ সুষমায় গরিয়সী বাংলা আমার… মা গো  তোমার কোলে জন্ম আমার তোমার কোলেই বিকাশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 4

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন …

Leave a Reply

Your email address will not be published.