
মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ২৭ জুলাই ২০১৯ | ১২ শ্রাবণ ১৪২৬
কলাবতীর বাংলা নাম কলাবতী, সর্বজয়া, বৈজয়ন্তী। ইংরেজি নাম saka siri, Indian shot, canna, bandera, chancle, coyol, platanillo.। বৈজ্ঞানিক নাম Canna indica.।

কলাবতী বর্ষার এক অনন্য ফুল। কলাবতী ফুলের হাসিতে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছিলেন “সর্বজয়া”। কলাবতী যে কোনও পরিবেশে বেশ স্বাচ্ছন্দে বেড়ে উঠতে পারে।

গ্রাম বাংলার আনাচে-কানাচে কিংবা শহরের বিলাসী বাগানে লাল-হলুদ এবং লাল ও হলুদ মেশানো কলাবতী ফুল সকলের দৃষ্টি আকর্ষণ করে।

এদের আদিভূমি হচ্ছে ক্যারিবীয় অঞ্চল ও আমেরিকার ক্রান্তীয় অঞ্চল। বর্ণবৈচিত্র্য ও দীর্ঘ স্থায়িত্বের কারণে অবহেলিত এই ফুল এখন উদ্যানেও স্থান করে নিয়েছে।

কলাবতী একটি কন্দ জাতীয় বহুবর্ষজীবি, একবীজপত্রী উদ্ভিদ। পাতার গঠন অনেকটা কলাপাতার মতো কিংবা হলুদ পাতার মতো। তাই এর নাম কলাবতী।

ফুল ফোটার সময় বর্ষা হলেও বর্ষার আগে পরে অনেকদিন ফুল থাকে। ফুলের রঙ সাধারণত লাল, হলুদ বা লাল-হলুদ মেশানো হয়। লম্বা পুষ্পদণ্ডের অগ্রভাগে গুচ্ছাকারে ৬-২০টি ফুল ফোটে। ফুলের আকৃতি গোড়ার দিকে সরু অগ্রভাগ ছড়ানো।

ফুলে ৫টি পাপড়ি দেখা গেলেও সেগুলি আসল পাঁপড়ি নয়। পুংকেশর পরিবর্তিত হয়ে ছদ্ম পাঁপড়ির রূপ নেয়। আসল পাঁপড়ির সংখ্যা ৩টি, ছোট পাতার মত দেখতে। যা এই নকল পাঁপড়ির নিচে থাকে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম