মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ২৫ জুলাই ২০১৯ | ১০ শ্রাবণ ১৪২৬
এবার ঈদে অভিনেত্রী বিপাশা হায়াত আসছেন নতুন রূপে। তিনি একটি কাহিনি রচনা করেছেন আর তা নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। শুধু পরিচালনা নয় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তৌকির।
‘স্বর্ণলতা’ শিরোনামে এই নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। এরইমধ্যে রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে। এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে।

প্রসঙ্গক্রমে মম বলেন, ‘তৌকীর ভাইয়ের মাধ্যমে আমার সিনেমা শুরু। এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি এর মধ্যদিয়ে। দারুচিনি দ্বীপ-এর পর তার নির্দেশনায় সিনেমাতে কাজ করার আর সুযোগ হয়ে ওঠেনি। বিপাশা আপার লেখা সবসময়ই অসাধারণ। আমি সবসময়ই তার রচিত গল্পে কাজ করার ইচ্ছে রাখি। সত্যি বলতে কী নিজের অভিনয় নিয়ে খেলার সুযোগ থাকে এমন গুণী নাট্যকারের লেখা গল্পে। স্বর্ণলতা দর্শকের ভীষণ ভালোলাগবে বলে আমি আশাবাদী।’
তৌকীর আহমেদ জানান, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম