Home / অর্থনীতি / সবজিকাল তবু বেশিরভাগ সবজির দাম চড়া
5 25 1

সবজিকাল তবু বেশিরভাগ সবজির দাম চড়া

ঢাকা, শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫ মাসস
শীত মৌসুমে বাজারগুলো সবজিতে সয়লাব থাকে। দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে এবার শীত এলেও সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে। বেশিভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।
আবার কিছু সবজির দাম সেঞ্চুরি ছাড়িয়েছে।শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে সবজির দামে এ চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা গেছে, প্রতিপিস ফুলকপি ও বাঁধা কপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বেগুন (গোল) ৮০ টাকা কেজি, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে, শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা ও পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে বাজার করতে আসা ক্রেতারা দাম নিয়ে হাতাশা প্রকাশ করেছেন।
তারা বলছেন, শীত মৌসুম শুরু হলে সারা দেশে সবজির দাম কমে। অথচ এবার উল্টোটা দেখা যাচ্ছে। বাধ্য হয়ে সবজি কিনছেন তারা।

অন্যদিকে বাজারে সবজি সরবরাহ কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা জানান, বৃষ্টির কারণে কিছুদিন আগে ক্ষেতে থাকা সবজির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সবজির ফলন ঘাটতি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে। 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 25 111

১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

ঢাকা, বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ মাসস দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী …