Home / জাতীয় / জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার
2 11 25 3

জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা, রবিবার ০২ নভেম্বর ২০২৫ মাসস

জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল বৈশাখী (১২) নামের এক শিশু। আজ রোববার সকালে উপজেলার চর ভাটিয়ানী কাটাখালী নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু। সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- ওই এলাকার প্রবাসী দুদু মিয়ার সন্তান আবু হাসান (৮) ও পলি আক্তার (১২), ও নিহতের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) এবং ওই এলাকার হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, গত শুক্রবার দুপুর তিনটার দিকে কাটাখালি নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে আবু হাসান প্রথমে নৌকা থেকে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে একে একে সবাই পানিতে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। পরদিন শনিবার উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ। সর্বশেষ আজ রোববার সকালে উদ্ধার করা হয় বৈশাখীর মরদেহ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 1

ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দুজনের মৃত্যু

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫ মাসস নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে …