Home / আন্তর্জাতিক / শাহজালালে ফ্লাইট চলাচল শুরু হয়েছে
19 10 25 1

শাহজালালে ফ্লাইট চলাচল শুরু হয়েছে

ঢাকা, রবিবার ১৯ অক্টোবর ২০২৫ মাসস

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছিল।

এদিকে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 10 25 1

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ

ঢাকা, বুধবার ১৫ অক্টোবর ২০২৫ মাসস ঢাকা মেট্রোরেলে চলাচলের সময় বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড …