Home / প্রকৃতি / মিষ্টি ও শান্ত স্বভাবের পাখি সহেলি
মিষ্টি ও শান্ত স্বভাবের পাখি সহেলি
chhoto+seheli+bird+mbd-8

মিষ্টি ও শান্ত স্বভাবের পাখি সহেলি

chhoto+seheli+bird+mbd-5

মাস্টারি বিডি । শাহানা পারভীন
ফিচার । ঢাকা । ০২ মে ২০১৯ । ১৯ বৈশাখ ১৪২৬

সহেলী। কথাটার অর্থ সখী, বা বান্ধবী। যেমন সুন্দর নাম, তেমনি দেখতে। মিষ্টি ও শান্ত স্বভাবের বলেই এমন নাম হয়েছে হয়তো বা! আমাদের দেশেরই পাখি। আমাদের দেশ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় দেখা যায়। বনবাদাড়ে ঘুরে বেড়ায়। পারতপক্ষে লোকালয়ে ঘেঁষে না।

chhoto+seheli+bird+mbd-3

জোড়ায় জোড়ায় কিংবা ছোট ছোট ঝাঁক বেঁধে শিকারে বের হয়। অনেক সময় উড়তে উড়তেও এরা চমত্কার শিকার ধরে। শিকারের সময় ‘সুই-ই-সুই—ই-ই’ সুরে ডাকে। অবশ্য প্রজনন সময়ে স্বরে পরিবর্তন আসে। তখন ‘হু-হু-ইউটি টিটি টিটি’ সুরে ডাকাডাকি করে। এরা সামাজিক পাখি ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সংখ্যায় প্রচুর হওয়ায় এবং গা ঘেঁষে উড়ে বেড়ানোর কারণে দূর থেকে মশার ঝাঁকের মতো মনে হয়। মজার ব্যাপার হল, গা ঘেঁষে উড়লেও এরা একে অপরের সঙ্গে ধাক্কা খায় না।

chhoto+seheli+bird+mbd-7

‘ছোট সহেলি’ পাখিটির ইংরেজি নাম ‘স্মল মিনিভেট'(Small Minivet), বৈজ্ঞানিক নাম Pericrocotus cinnamomeus, গোত্রের নাম ‘ওরিয়োলিনি’। এরা ‘সোনা পাখি’ নামেও পরিচিত। দেশে প্রায় ছয় প্রজাতির সহেলির সাক্ষাত মেলে।

chhoto+seheli+bird+mbd-6

স্ত্রীও পুরুষ পাখি দেখতে ভিন্ন রকম। পুরুষ পাখির মাথা, চিবুক, ও গলা কালচে-ধূসর। ওপরের দিকটাও ধূসর। ডানা কালচে-পাটকিলে। ডানার মাঝ বরাবর সিঁদুর লাল। লম্বা লেজ কালচে-পাটকিলে, মধ্যখানে একজোড়া পালক আগুনরঙা। কটি দেশ সিঁদুরে বর্ণ ও বুক সিঁদুরে লাল। নিচের দিকটা হলদেটে সাদা। লেজের তলা হালকা লাল।

chhoto+seheli+bird+mbd-2

অপরদিকে স্ত্রী পাখির রঙ পুরুষের তুলনায় অনেকটাই ফিকে। ডানার মাঝখানটায় কমলা-হলুদ। বুক থেকে তলপেট পর্যন্ত হালকা হলুদ। কটি দেশ আলতা-হলদে। উভয়ের ঠোঁট-পা কালচে।

chhoto+seheli+bird+mbd-4

সহেলি পাখির প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে অক্টোবর হলেও স্থানভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়। ডিম পাড়ে ২-৪টি। ডিম ফুটে ছানা বের হতে সময় নেয় ১৪-১৯ দিন। শাবক উড়তে শিখে ১৫-২০ দিনে।

chhoto+seheli+bird+mbd

সহেলী। কথাটার অর্থ সখী, বা বান্ধবী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 10 25 2

চাকসুর ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

ঢাকা, বুধবার ১৫ অক্টোবর ২০২৫ মাসস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের …

Leave a Reply

Your email address will not be published.