Home / অপরাধ / মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার
24 10 25 1

মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

ঢাকা, শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ মাসস
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর রাতে অভিযানে চালিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবিসহ শারীরিক নির্যাতন চালায়। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 3

প্রবল তুষারপাতের কারণে বন্ধ এভারেস্ট, দুর্ঘটনায় উদ্ধারকারী হেলিকপ্টার

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস অস্বাভাবিক তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা দিক …