
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ২৫ জুলাই ২০১৯ | ১০ শ্রাবণ ১৪২৬
এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী বিদ্যা বালান। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এ অভিনেত্রী। আর প্রযোজনার জন্য বেছে নিয়েছেন তার মনের মতো বিষয়ভিত্তিক এক ছবিকে।

যার নাম ‘নটখট’। নামের মধ্যে একধরনের দুস্টুমিষ্টি ব্যাপার থাকলেও এই ছবি কিন্তু আদ্যোপান্ত সামাজিক ইস্যু নিয়ে নির্মিত হতে চলেছে।

‘নটখট’ চলচ্চিত্রটি শুধু প্রযোজনাই করছেন না বিদ্যা বালান এই ছবির মূল চরিত্রে অভিনয়ও করছেন। এমনকি ছবিটির চিত্রনাট্যে বিদ্যা নাকি এতটাই মজেছেন যে, খোশ মেজাজে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন!

ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা- এহেন নানা বিষয় ফুটে উঠবে ছবিতে। পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপে রোজকার জীবনে ঘরে-বাইরে কীভাবে নারীদের হেনস্তা হতে হয় এবং ক্রমশ তা কীভাবে প্রকট আকার ধারণ করছে, সেই বিষয়গুলির দিকেও আলোকপাত করবে বিদ্যা প্রযোজিত ছবি ‘নটখট’।

‘নটখট’ ছবির চিত্রনাট্য রচনা করেছেন অনুকম্পা হর্ষ এবং শান ব্যাস। আর পরিচালনা করবেন শান ব্যাস।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম