Home / জাতীয় / ‘বঙ্গবন্ধু চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আর নায়করাজ পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে’
razzak+sharon+mbd-3

‘বঙ্গবন্ধু চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আর নায়করাজ পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ আগস্ট ২০১৭ । ১২ ভাদ্র ১৪২৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চলচ্চিত্র উন্নয়ন সংস্থা গড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে যে চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, নায়করাজ রাজ্জাক তার নৈপুণ্যতায় তা পৌঁছে দিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা সম্মেলন কক্ষে নায়করাজ রাজ্জাক স্মরণসভায় প্রধান আলোচকের বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ফেডারেশন অভ ফিল্ম সোসাইটিজ অভ বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত এ স্মরণসভায় সংগঠনের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি সভাপতিত্ব করেন। এতে বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বের মধ্যে আমজাদ হোসেন, হায়দার রিজভী, সিবি জামান, অনুপম হায়াত, মতিন রহমান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, ফাহমিদুল হক, নোমান রবিন কিংবদন্তী নায়ক রাজ্জাকের বর্ণাঢ্য কর্মজীবনের নৈপুণ্যের ওপর আলোকপাত করেন। এফএফএসবি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন এ সভা সঞ্চালনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, অনন্য অভিনয়শৈলী দিয়ে চরিত্র রূপায়নের রাজা হিসেবে মানুষের অন্তরে ঠাঁই নেয়া রাজ্জাক একইসাথে ছিলেন দেশের চলচ্চিত্রকে সুস্থধারায় পরিচালনের অগ্রপথিক।
বিনয়ী ও সদালাপী নায়করাজ চিরঅমর হয়ে রয়েছেন উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, সরকার বঙ্গবন্ধু ফিল্ম সিটি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ফিল্ম আর্কাইভসসহ চলচ্চিত্র পরিমন্ডলে নায়করাজকে শ্রদ্ধার সাথে স্মরণের ব্যবস্থা নেবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 3

প্রবল তুষারপাতের কারণে বন্ধ এভারেস্ট, দুর্ঘটনায় উদ্ধারকারী হেলিকপ্টার

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস অস্বাভাবিক তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা দিক …

Leave a Reply

Your email address will not be published.