Home / উৎসব ও সংস্কৃতি / প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন!
প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন!
Khalid+mbd

প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন!

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
সংস্কৃতি প্রতিবেদন । ০২ মে ২০১৯ । ১৯ বৈশাখ ১৪২৬

এ নাট্যোৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উৎসবে মঞ্চায়িত হতে যাওয়া প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় আগ্রহী। এ প্রসঙ্গটি উত্থাপন করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাট্যতীর্থ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শতরজনী নাট্যমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

Khalid+mbd-2

নাট্যতীর্থ-এর দলীয় প্রধান তপন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এবারের নাট্যোৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতকে বিদ্যমান সহস্রে আহ্বান’।

এ নাট্যোৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উৎসবে মঞ্চায়িত হতে যাওয়া প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 10 25 2

চাকসুর ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

ঢাকা, বুধবার ১৫ অক্টোবর ২০২৫ মাসস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের …

Leave a Reply

Your email address will not be published.