মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ১১ মার্চ ২০১৯ । ২৭ ফাল্গুন ১৪২৫
চলছে বসন্তকাল। প্রকৃতি নতুন রূপ ধারণের সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে তার দখিনা দুয়ার। সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। বসন্তে কোকিল গান গাইছে। ভ্রমরও করছে খেলা।

গাছে গাছে নানা ফুলের সঙ্গে মৌ মৌ সুবাস ভেসে বেড়াচ্ছে আকাশে-বাতাশে। পলাশ-শিমুল এখন নিজেকে মেলে ধরেছে। পিছিয়ে নেই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, চাঁপা, অশোকসহ নাম জানা না জানা হাজারো ফুল।
এমনই একটি ফুলের নাম পারিজাত। তবে অঞ্চল ভেদে এর নাম ভিন্ন। কেউ বলেন, পালতে মাদার, কেউ বলেন মাদার, পানসে মান্দার, রক্ত মান্দার বা মন্দার। অনেকেই এই গাছকে চিনলেও এই ফুলের নাম যে পারিজাত তা জানেন না। জনশ্রুতি আছে, স্বর্গের ফুল পারিজাত!

পারিজাত ফুলকে ইংরেজিতে Erythrina variegata বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Erythrina variegata। এটি ইরিথ্রিনা গণভুক্ত পুষ্পবৃক্ষবিশেষ। এটি মান্দার নামেও পরিচিত।
উষ্ণমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণমণ্ডলীয় উভয় পরিবেশেই এ বৃক্ষটি জন্মে। উত্তরাঞ্চলীয় আফ্রিকার দেশসমূহ, ভারতীয় উপমহাদেশ, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল, ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জসহ প্রশান্ত মহাসাগরতীরবর্তী পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে শুরু করে ফিজির পূর্বাংশে পারিজাতের দেখা মেলে।

চমকপ্রদ, মনোরম, নয়ন মনোহর ও জনপ্রিয় ফুল গাছ হিসেবে এর পরিচিতি রয়েছে। এটি ঝড়-ঝঞ্চা প্রতিরোধ করতে সক্ষম। আমেরিকার উপকূলবর্তী এলাকায় ঊনবিংশ শতকের প্রথমদিকে প্রায়শঃই উদ্ভিদপ্রেমীদের চোখে পড়তো যা পরবর্তীতে বাড়ি অঙ্গসৌষ্ঠবের লক্ষ্যে রোপন করা হয়।
অযত্ন অবহেলায় বেড়ে ওঠা এ ফুলের গাছটি সারা বছর ঘুমিয়ে থাকলেও ফাল্গুন-চৈত্র মাসে আগুন হয়ে জেগে ওঠে। শহরের চেয়ে গ্রাম এলাকায় এই গাছ বেশি দেখা যায়।

‘পারিজাতের কেশর নিয়ে/ ধরায় শশী ছড়ায় কি এ/ ইন্দ্রপুরীর কোন রমণী/ বাসর প্রদীপ জ্বালো’– উদয়ের পথে ছায়াছবিতে পারিজাত নিয়ে রবীন্দ্রনাথের এই গান মানুষের মনে আজও দোলা দেয়।
পরিজাত এক ধরনের মাঝারি আকারের দেশি গাছ। গায়ে কাঁটা থাকে। পত্রমোচী। বসন্তে ফুল ফোটে। মঞ্জুরিতে অনেক ফুল থাকে। ফুলগুলো দেখতে অনেকটা শিমুল ফুলের মতো। তবে টকটকে লাল রঙের ফুলের অগ্রভাগ দেখতে বকের ঠোঁটের মতো বাঁকানো।

গাছের গায়ে কালো কালো গোটাগোটা কাঁটা থাকে। অনেক সময় গাছের গোড়ার দিকের কাঁটাগুলো গাছ বড় হলে ঝরে যেতে দেখা যায়। গাছের পাতা ঝরে যায় ফুল ফোটার সময় হলেই। পাতাহীন গাছে ফোটে টকটকে লাল পfরিজাত।
পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, মান্দার স্বর্গের ফুল, মর্ত্যের রাজা শ্রীকৃষ্ণ স্বর্গের রাজা ইন্দ্রের কাছ থেকে অনেকটা জোরজবরদস্তি করেই এই পারিজাতকে তার মর্ত্যের বাগানে এনে লাগান। এ কারণেই একে স্বর্গের ফুল বলা হয়ে থাকে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম