মাস্টারি বিডি । শান্তা ইসলাম
আর্ট ডেস্ক । ২৬ ডিসেম্বর ২০১৮ । ১২ পৌষ ১৪২৫
কামরুল হাসান প্রখ্যাত চিত্রশিল্পী। তিনি ছবি এঁকে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন।
কামরুল হাসান ‘পটুয়া’ নামে পরিচিত হতে পছন্দ করতেন। মহান মুক্তিযুদ্ধকালীন পাক জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা “এই জানোয়ারদের হত্যা করতে হবে” পোস্টারটি খুব বিখ্যাত।
আমৃত্যু শিল্পের কাছে দায়বদ্ধ এই শিল্পী শিল্পচর্চায় অসাধারণ অবদানের জন্য ১৯৭৯ সালে “স্বাধীনতা পুরস্কার” লাভ করেন।