Home / উৎসব ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / দেশের বৃহৎ খেজুর গুড়ের হাটে ভেজালের দৌরাত্ম্য
1 11 25 1

দেশের বৃহৎ খেজুর গুড়ের হাটে ভেজালের দৌরাত্ম্য

ঢাকা, শনিবার ০১ নভেম্বর ২০২৫ মাসস

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এবং দেশের বৃহত্তম খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বর্তমানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য এবং খেজুরগাছের তীব্র সংকটের মতো গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। খুলনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি যৌথ গবেষণায় এই ঐতিহ্যবাহী হাটের টেকসই ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ইন্টারন্যাশনাল জার্নাল অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিংয়ে প্রকাশিত এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মো. নুরুল আলম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আল-আমিন।

গবেষণায় উঠে এসেছে, স্থানীয়ভাবে হাটটি ৩০০ বছরের পুরনো বলে দাবি করা হলেও এর প্রকৃত যাত্রা শুরু হয় প্রায় ১০০ বছর আগে, ২০ শতকের দ্বিতীয় দশকে।

সূথ্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 1

ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দুজনের মৃত্যু

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫ মাসস নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে …