
মাস্টারি বিডি
বিনোদন । ১৯ আগস্ট ২০১৮ । ০৪ ভাদ্র ১৪২৫
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন এক বছরে ৪০ মিলিয়ন ডলার আয় করেছেন।

অর্থাৎ বিশ্ব শোবিজ জগতে সবচেয়ে বেশি আয় করেছেন এ অভিনেত্রী। এবার তিনি এ তালিকায় শীর্ষস্থান দখল করেছেন।

আয়ের এই তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস। গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত এক বছরের হিসাব করেছে ফোর্বস।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। তার আয় ২৮ মিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থান দখল করেছেন জেনিফার অ্যানিস্টন।

১৯ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। ১৮ মিলিয়ন ডলার আয় করে জেনিফার লরেন্স আছেন চতুর্থ স্থানে।

এবারের সর্বোচ্চ আয়ের অভিনেত্রীদের তালিকায় ভারতের কোনো অভিনেত্রী নেই। গত বছর দীপিকা পাড়ুকোন ছিলেন। এবার তার নাম আসেনি এ তালিকায়।

সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম