মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ২২ জুলাই ২০১৯ | ০৭ শ্রাবণ ১৪২৬
‘পালক আকাশে উড়ে’ শিরোনামে একটি চায়না সিরিয়াল নাটক চলছে টিভি চ্যানেল এটিএন বাংলায়। চায়না রেডিও ইন্টারন্যাশনাল এবং এটিএন বাংলা যৌথ প্রযোজনায় বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটি প্রতি রবি থেকে বৃহস্পতি রাত ৮ টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে।

গল্পটা আশির দশকে চীনের ইয়ু শহরের সামাজিক বাস্তবতা নিয়ে। সেখান থেকে গল্পটা ছড়িয়ে যায় বড় বড় শহরে। চ্যান চিয়াং হো একজন অনাথ ছেলে। দুর্গম এক রাস্তার পাশে তাকে কুড়িয়ে পায় চ্যান জিন্সুয়ে। তার নাম রাখা হয় জিমাও। জিমাওকে আদর স্নেহ দিয়ে বড় করে তোলেন জিন্সুয়ে। জিন্সুয়ে একজন পালক ব্যবসায়ী ছিলেন। কিন্তু জিমাও পালক ব্যবসা ছেড়ে চিনির ব্যবসায়ী হয়ে ওঠে। দেশব্যপী তার নাম ছড়িয়ে পড়ে। তৎকালীন সমাজে ব্যবসায়ে পুঁজিপতিদের নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভয়ানকভাবে আক্রমণ করতো সে কাহিনি ‘পালক আকাশে উড়ে’ ধারাবাহিকে চমৎকারভাবে ফুটে উঠেছে।

এটি কেবল চীন দেশের অর্থনীতির বিষয় আশয় নয়- বরং চীনের সমাজ সংস্কৃতি, প্রেম ভালবাসা, দৈনন্দিন জীবন নিয়ে একটি পরিপূর্ণ সামাজিক সিরিয়াল ‘পালক আকাশে উড়ে’।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম