মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ১৮ ফেব্রুয়ারি ২০১৯ । ০৬ ফব্রুয়ারি ১৪২
কাঠগোলাপ একটি সপুষ্পক উদ্ভিদ। অঞ্চল ভেদে এটি বিভিন্ন নামে পরিচিত; যেমন- গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতাগোলাপ, গরুড়চাঁপা ইত্যাদি।
কাঠগোলাপ গাছ ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এটি বিচিত্র গড়নের হয়ে থাকে।
ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির উপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের।
আবার সাদা রঙের কিছু ফুল দীর্ঘ মঞ্জরিদণ্ডের আগায় ঝুলে থাকে।
কাঠগোলাপের সৌন্দর্য দারুণ। কাণ্ডের ডগায় গুচ্ছ গুচ্ছ ফুল অন্যরকম সৌন্দর্য নিয়ে চুপটি করে বসে থাকে।
ফুটন্ত ফুলের সুঘ্রাণে চারপাশ ম ম করে। ফুলের আকার মাঝারি। পাঁচটি পাপড়ি থাকে।
প্রায় সারা বছর ফুল ফুটলেও গ্রীষ্ম, বর্ষা ও শরতে বেশি ফুল ফোটে।
কাঠগোলাপের ইংরেজি নাম Frangipani. পরিবার Apocynaceae এবং Plumeria বর্গের সদস্য।
এ বর্গের মধ্যে প্রায় ৭ থেকে ৮ প্রজাতির গাছই গুল্মজাতীয়। আবার কখনও ছোট আকারের গাছ হয়ে থাকে।
এ ধরনের প্রজাতি আমেরিকা, মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আমেরিকা ও ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে দেখা যায়।
সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের বেশি দেখা যায়। আবহাওয়ার সঙ্গে মিল থাকায় আমাদের দেশেও কাঠগোলাপের দেখা মেলে।