Home / অর্থনীতি / ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ
18 10 25 3

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

ঢাকা, মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ মাসস

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতিগত সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগের নিয়মে নুনিয়ারছড়া ঘাট থেকেই জাহাজ চলবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনানী রুটে জাহাজ চলাচলের গুজব ছড়ালেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো অনুমতি দেওয়া হয়নি।

জানা গেছে, আইনি কারণে উখিয়ার ইনানী থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়। কারণ ইনানী এলাকা ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ)’ ঘোষিত।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নভেম্বর মাসে পর্যটকরা দিনের বেলায় দ্বীপ ভ্রমণ করতে পারবেন; ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতভাবে রাতযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি থেকে ভ্রমণ বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। দ্বীপে পলিথিন, মোটরযান, বারবিকিউ পার্টি ও শব্দ সৃষ্টির ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। এসব ব্যবস্থা সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 3

প্রবল তুষারপাতের কারণে বন্ধ এভারেস্ট, দুর্ঘটনায় উদ্ধারকারী হেলিকপ্টার

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস অস্বাভাবিক তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা দিক …