Home / উদ্যোগ / আহমদ ছফা’র প্রেমিকা জয়া!
joya+ahsan+3d+film+mbd-3

আহমদ ছফা’র প্রেমিকা জয়া!

joya+ahsan+3d+film+mbd

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন প্রতিবেদন | ঢাকা | ৩০ জুন ২০১৯ | ১৬ আষাঢ় ১৪২৬

নন্দিত সাহিত্যিক আহমদ ছফা’র বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’ এবার রূপ নিচ্ছে চলচ্চিত্রে।
এ উপন্যাসের দানিয়েলের চরিত্রে নিজেকেই তুলে ধরেছেন আহমদ ছফা। আর নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি।

দেশের প্রথম থ্রিডি চলচ্চিত্রে  অভিনেত্রী জয়া আহসান
দেশের প্রথম থ্রিডি চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রে তায়েবা চরিত্রে রূপদান করছেন প্রতিভাময়ী অভিনেত্রী জয়া আহসান। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এটি বাংলাদেশ তথা বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি হতে যাচ্ছে।

এই ছবিতে দানিয়েল চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। এছাড়া অন্যান্য চরিত্রে হাজির হবেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

joya+ahsan+3d+film+mbd-4

ছবিটির অত্যাধুনিক নির্মাণশৈলীতে কারিগরি সহায়তা দিয়েছেন ভারতীয় একটি প্রতিষ্ঠান। পুরো সিনেমা শেষ করার পর তবেই গণমাধ্যমে এ নিয়ে বিস্তারিত প্রচারে যাবে নির্মাতা প্রতিষ্ঠানটি।

সূত্রে জানা গেছে, ৬০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাতা হাবিবুর রহমান।

তায়েবা চরিত্রে অভিনেত্রী জয়া আহসান
তায়েবা চরিত্রে অভিনেত্রী জয়া আহসান

হাবিবুর রহমান জানান, ‘বাংলাদেশে নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র এটি। শুটিং প্রায় শেষ হলেও, সম্পাদনা করতে সময় লাগবে। তাছাড়া এতে বাজেটও একটি বড় বিষয়। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেবেন।’

ছবিটির কাহিনীসংক্ষেপ এরকম, মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যান্সারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি লেখক ‘অলাতচক্র’ উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। সেগুলো এবার উঠে আসবে নির্মাণাধীন এই চলচ্চিত্রে। সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 3

প্রবল তুষারপাতের কারণে বন্ধ এভারেস্ট, দুর্ঘটনায় উদ্ধারকারী হেলিকপ্টার

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস অস্বাভাবিক তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা দিক …

Leave a Reply

Your email address will not be published.